ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে হ্যানয়ের পথে কিম 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে হ্যানয়ের পথে কিম  ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় ঐতিহাসিক বৈঠকে যোগ দিতে হ্যানয়ের পথে রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

রাশিয়ান নিউজ এজেন্সি ট্যাসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যোগ দিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) ট্রেনযোগে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন কিম।

উত্তর কোরিয়ার কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার বিকেল ৫টায় কিম জং উন উত্তর কোয়িয়ার রাজধানী পিয়ং ইয়ং থেকে একটি সশস্ত্র ট্রেনে রওয়ানা দিয়েছেন।

অন্যদিকে শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, দেশটির প্রেসিডেন্ট ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিগুয়েন ফু ত্রংয়ের আমন্ত্রণে ভিয়েতনাম পরিদর্শনে আসবেন কিম।

ট্রাম্প ও কিমের এই ঐতিহাসিক সম্মেলনটি ফেব্রুয়ারির ২৭ ও ২৮ তারিখে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ