ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মেসিডোনিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
মেসিডোনিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি অভিবাসী নিহত ম্যাপ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ উত্তর মেসিডোনিয়ায় গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাকিস্তানের ছয় অভিবাসী।

রোববার (৩১ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, রোববার দেশটির উত্তরাঞ্চলের গ্রিস সংলগ্ন সার্বিয়া সীমান্ত থেকে এক বাংলাদেশি এবং ১৪ পাকিস্তানি অভিবাসী বহনকারী একটি গাড়ি প্রধান সড়কে আসে।

এরপর গাড়ির চালক হঠাৎ পুলিশের নিরাপত্তা চৌকি দেখতে পেয়ে অভিবাসীদের চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যেতে বলে। আর ওই সময়ই এ দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে নিহত ২৭ বছর বয়েসী বাংলাদেশি অভিবাসীর নামের প্রাথমিক অংশ ‘এস আই’ বলে চিহ্নিত করা হয়েছে। আহত ছয় পাকিস্তানি অভিবাসীকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দেশটির পুলিশ কর্তৃপক্ষ বলছে, গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে।  

তবে গাড়িটি থেকে ঠিক কতজন মানুষ লাফ দিয়েছেন তা নিশ্চিত করে জানানো হয়নি।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।