ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচলে ভূমিকম্প, কাঁপলো সিলেটও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
অরুণাচলে ভূমিকম্প, কাঁপলো সিলেটও

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে একটি মাঝারি পাল্লার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এই ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চল।

শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২২ মিনিটে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার বোমডিলা শহরের ৬৪ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসে জানায়, এটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বাংলাদেশের আবহাওয়া অফিসের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ঢাকা থেকে উত্তরপূর্ব দিকে ৪৯৯ কিলোমিটার এবং সিলেট থেকে ৩২৫ কিলোমিটার দূরে ছিল। তবে কম্পন সিলেট অঞ্চলেও অনুভূত হয়েছে।

তবে কেউ কেউ ঢাকায়ও ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।