সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জুলাই) সকালে সোনভদ্রার কাছে মির্জাপুর এলাকা থেকে প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) সোনভদ্রা জেলায় গুজ্জার ও গন্ড সম্প্রদায়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে ১০ জনকে গুলি করে হত্যা করা হয়।
প্রিয়াঙ্কা গান্ধীকে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোনভদ্রায় যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি থামানো হলে নেতাকর্মীদের নিয়ে সড়কে বসে পড়েন তিনি। পুলিশ তাদের সেখান সরে যেতে বললে অস্বীকৃতি জানান প্রিয়াঙ্কা। পরে, তাকে আটক করে সরকারি গাড়িতে তোলা হয়।
এসময় এ কংগ্রেস নেত্রী সাংবাদিকদের বলেন, আমরা ভয় পাচ্ছি না। শান্তিপূর্ণভাবে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। জানি না, তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যেকোনো জায়গায় যেতে প্রস্তুত।
এদিকে, প্রিয়াঙ্কাকে আটকের তীব্র সমালোচনা করেছেন তার ভাই ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এক টুইটবার্তায় এ ঘটনাকে ‘বিরক্তিকর ও ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ’ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি, বিজেপি সরকারের অধীনে উত্তর প্রদেশে নিরাপত্তাহীনতা বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
একে