ঠিক এ ঘটনাই ঘটেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার লাগোস শহরের একটি বিমানবন্দরে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার (১৯ জুলাই) সকালে শহরের মুর্তালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
আজমান এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তিকে রানওয়ে পেরিয়ে এগিয়ে আসতে দেখে প্লেনের গতি কমিয়ে দেন পাইলট। কিন্তু লোকটি প্লেনের চারপাশে এলোমেলো ঘুরতে থাকলে ইঞ্জিন বন্ধ করে দেন তিনি।
একপর্যায়ে ওই ব্যক্তি প্লেনের পাখায় লাফিয়ে ওঠেন ও কেবিনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি প্লেনের পাখার ওপর ঘোরাঘুরি করছেন। এসময় আতঙ্কিত যাত্রীরা ক্রুদের কাছে বহির্গমন দরজা খুলে দিতে অনুরোধ জানান।
বিষয়টি দ্রুত রানওয়ে কর্মীদের জানান পাইলট। পরে, ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ ঘটনায় ফ্লাইটটির খুব বেশি দেরি না হলেও, নিরাপত্তার খাতিরে সব যাত্রী নামিয়ে দ্বিতীয় দফা তল্লাশি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
একে