ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, বুধবার (২৩ জুলাই) দক্ষিণ কোরিয়া অধিকৃত ডকডো দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন সকাল ৯টার দিকে দু’টি চীনা সামরিক প্লেনের সঙ্গে মহড়া দিচ্ছিল তিনটি রুশ জেট।
এর ২০ মিনিট পরই রুশ জেটটিকে আবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় দেখা যায়। এবারও সেটিকে তাড়া করে সীমানা পার করে দিয়ে আসে কোরিয়ান যুদ্ধবিমান।
এ ঘটনায় রাশিয়া ও চীন দুই দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
চীন প্রায়ই দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলেও রাশিয়ার ক্ষেত্রে এ ঘটনা এবারই প্রথম।
ডকডো দ্বীপটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে। নিজেদের দাবি করা এ দ্বীপটিকে তাকেশিমা নামে ডাকেন জাপানিরা।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
একে