তবে, দেশে ফিরেই সে সমালোচনার কড়া জবাব দিয়েছেন ইমরান। বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্র সফর শেষে পাকিস্তান ফিরে ইসলামাবাদ বিমানবন্দরেই জনতার মুখোমুখি হন তিনি।
এসময় ইমরান খান বলেন, আমি কারও কাছে মাথা নত করিনি, আর আমার জাতিকে তা করতেও দেবো না। আমরা আত্মমর্যাদাশীল জাতি। মহানবী (স.) মদিনায় যে নীতি চালু করেছিলেন, সে নীতি অনুসারে আমাদের দেশকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে তৈরি করতেই আমার সব প্রচেষ্টা।
এর আগে, বিরোধী দলীয় নেতা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এ সপ্তাহের শুরুতে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রথম যুক্তরাষ্ট্র সফরে জাতিকে লজ্জায় ডুবিয়েছেন।
এক টুইটবার্তায় তিনি বলেন, ইমরান এক জন শাসক, নেতা নন। পাকিস্তানের এমন একজন নেতা দরকার, যিনি শুধু নিজের জন্য নয়, সব পাকিস্তানির জন্য কথা বলবেন। যদি সরকার বিরোধীদের কাজ করে, আর বিরোধীরাও বিরোধীদের কাজ করে, তাহলে দেশ চালানোর জন্য থাকলো কে?
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, তিন দিনব্যাপী সফরে খরচ কমাতে বিশেষ প্লেনের বদলে বাণিজ্যিক প্লেনে যুক্তরাষ্ট্র যান ইমরান খান। সেখানে গিয়ে কোনো পাঁচ তারকা হোটেলে না উঠে পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসায় ওঠেন তিনি।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘন্টা, জুলাই ২৫, ২০১৯
একে