শুক্রবার (২৬ জুলাই) কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত বুধবার (২৪ জুলাই) রাতে ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে গাড়িটি।
সেখান থেকে ১১ জন নারী, তিন জন পুরুষ ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাড়িটি কাসাব্ল্যাঙ্কা থেকে থেকে তালিউইনে যাচ্ছিল।
পাহাড়ধসে সড়কের ওপর প্রায় ২০ মিটার উঁচু মাটির স্তূপ তৈরি হওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, জুলাই ২৬, ২০১৯
একে