ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোয় গাড়ির ওপর পাহাড়ধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
মরক্কোয় গাড়ির ওপর পাহাড়ধসে নিহত ১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: মরক্কোয় একটি যাত্রীবাহী গাড়ির ওপর পাহাড়ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির মরকেচ শহরে অ্যাটলাস পর্বতমালার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।   

শুক্রবার (২৬ জুলাই) কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত বুধবার (২৪ জুলাই) রাতে ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে গাড়িটি।  

সেখান থেকে ১১ জন নারী, তিন জন পুরুষ ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাড়িটি কাসাব্ল্যাঙ্কা থেকে থেকে তালিউইনে যাচ্ছিল।  

পাহাড়ধসে সড়কের ওপর প্রায় ২০ মিটার উঁচু মাটির স্তূপ তৈরি হওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, জুলাই ২৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।