শুক্রবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতে কারগিল বিজয় দিবস উপদযাপনকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতি কোনো বার্তা আছে কিনা, এমন প্রশ্ন করা হয় দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াতকে।
তিনি আরও বলেন, সাধারণত ভুলের পুনরাবৃত্তি ঘটে না। তবে পাকিস্তান যদি তাদের করা ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে এবার এর ফল ভালো হবে না।
একইসঙ্গে পাকিস্তান যেনো এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না করে, তাদের সেই উপদেশও দিয়েছেন বিপিন রাওয়াত।
ভারতীয় সেনাবাহিনী তাদের অস্ত্র শক্তির আধুনিকায়নে বর্তমানে কোনদিকে মনোনিবেশ করছে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রতিনিয়তই নিজেদের অস্ত্র শক্তির আধুনিকায়নে কাজ করছে সেনাবাহিনী। বর্তমানে তারা বেশি ফোকাস করছে আর্টিলারি (কামান) অস্ত্রের ওপর।
এসময় ভারতের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে, এমন প্রতিশ্রুতিই দেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
১৯৯৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কারগিল শহরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে। এ যুদ্ধে ভারতেরই জয় হয়। যদিও এ যুদ্ধে নিজেদের কোনো ধরনের উস্কানি কিংবা সম্পৃক্ততা নেই- এমনটাই দাবি করেছে পাকিস্তান। তবে পরবর্তীতে এ যুদ্ধের পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ পায় ভারত।
কারগিল শহরের এ যুদ্ধে জয়ের পর থেকেই প্রতি বছরের ২৬ জুলাইকে কারগিল বিজয় দিবস পালন করে আসছে ভারত।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসএ/