ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত আবেদন জানানো হবে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিহারে এ বছর ১৩টি জেলার প্রায় ৮০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত প্রাণ হারিয়েছিলেন ১২৩ জন।

শুক্রবার (২৬ জুলাই) দরভাঙা ও কিশানগঞ্জ জেলায় মারা গেছেন আরও দু’জন করে।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বিধানসভায় জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহযোগিতা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লেখা হবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।