ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে নিহত ৮, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে নিহত ৮, আহত ৬০ ভূমিকম্পে ধসে পড়েছে অসংখ্য ঘর-বাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র দুই ঘণ্টার ব্যবধানে শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। এসব ভূমিকম্পে অন্তত আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার (২৭ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা প্রথম ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঘণ্টা দুয়েক পরেই বাটানস প্রদেশে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৯ জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এতে অসংখ্য ঘর-বাড়ি ধসে পড়েছে। সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে, আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।  

ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দেশ ফিলিপাইনে গত এপ্রিলে অন্তত ১১ জন নিহত হন। সেদিন রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।