স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার (২৭ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা প্রথম ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঘণ্টা দুয়েক পরেই বাটানস প্রদেশে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৯ জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
এতে অসংখ্য ঘর-বাড়ি ধসে পড়েছে। সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে, আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দেশ ফিলিপাইনে গত এপ্রিলে অন্তত ১১ জন নিহত হন। সেদিন রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
একে