ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে টেম্পুর ওপর ট্রাক উল্টে নিহত ১৭ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
উত্তর প্রদেশে টেম্পুর ওপর ট্রাক উল্টে নিহত ১৭ 

ভারতের উত্তর প্রদেশে লখনৌ-দিল্লি মহাসড়কে একটি যাত্রীবাহী টেম্পুর ওপর ট্রাক উল্টে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে প্রদেশের শাহজাহানপুর জেলার জামাকা দোরাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, সকালের দিকে জামাকা দোরাহার রোজা পুলিশ স্টেশনের কাছে একটি চলন্ত ট্রাক একটি যাত্রীবাহী টেম্পুর ওপর উল্টে পড়ে।

এতে ১৭ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

প্রধান মেডিক্যাল কর্মকর্তা আরপি রাওয়াত বলেন, আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।