ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদী ‘নাম্বার ওয়ান’: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
নরেন্দ্র মোদী ‘নাম্বার ওয়ান’: রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নাম্বার ওয়ান’ বলেছেন কংগ্রেসের রাহুল গান্ধী। কোন দিক দিয়ে নাম্বার ওয়ান তাও তিনি বলে দিয়েছেন। 

নরেন্দ্র মোদী বলেছিলেন, পোশাক দেখেই তিনি প্রতিবাদীদের চিনে ফেলছেন।  

সেই সূত্র ধরেই রাহুল বলেন, বিভাজন আর ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মোদী নাম্বার ওয়ান।

 

রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদীজি, পুরো দেশ আপনাকে আপনার পোশাকে চেনে। ২ কোটি টাকার স্যুট ভারতের জনতা পরেনি, আপনি পরেছেন। আপনি একটিই কাজ পারেন। আর সেই কাজ আপনার চেয়ে ভাল কেউ পারেন না। ভারত কী ভাবে ভাগ করবেন, কী ভাবে ঘৃণা ছড়াবেন, অনেক বছর ধরে আপনাকে আপনার সংগঠন তা শিখিয়েছে। আর তাতেই আপনি নাম্বার ওয়ান। ’

নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে পুরো ভারত উত্তাল। এদিকে ওই বিতর্কিত আইন নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুই সুরে কথা বলছেন। নাগরিকরা এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। বেশ কয়েকটি রাজ্য জানিয়ে দিয়েছে তারা এনআরসি করতে দেবে না, নাগরিকত্ব আইনও মানবে না।  

নাগরিকত্ব আইনের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন ভারতের মুসলিমরা। আর মোদী সরকার পরিকল্পনা করেই তা করেছে বলে সমালোচনা চলছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন, ভারতে মুসলমানদের থাকতে দেব কেন? 

মোদী সরকারের এই বিতর্কিত আইনের সমালোচনা করেছেন দেশটির সচেতন নাগরিকরা। কেউ কেউ রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন।

অন্যদিকে দিল্লিসহ প্রায় পুরো ভারতেই বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।