ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার কাশ্মীরে করোনার থাবা, প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এবার কাশ্মীরে করোনার থাবা, প্রথম মৃত্যু

করোনা হানা দিচ্ছে দুনিয়ার কোণায় কোণায়। রাজপথ থেকে ঘর, পার্লামেন্ট থেকে জেলখানা কোনো জায়গা বাঁচতে পারছে না এ ভাইরাসের ছোবল থেকে। দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার কালো মেঘ। এতে আক্রান্ত হয়ে এই প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে ভূস্বর্গখ্যাত কাশ্মীরে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

তার বয়স ৬৫ বছর। সম্প্রতি তিনি এ অঞ্চলের ভাইরে থেকে ভ্রমণ করে ফেরেন।

স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল জানান,এই প্রথম কভিড-১৯-এ আক্রান্ত হয়ে কাশ্মীরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দুই দিন আগে ওই ব্যক্তির করোনা পিজিটিভ ধরা পড়ে।  

মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া আরও ৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানান রোহিত।

এদিকে ওই ব্যক্তির মৃত্যুতে কাশ্মীরের করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।