‘ওম্যান’ (নারী) শব্দের সংজ্ঞা পরিবর্তন করেছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ৩৪ হাজারের বেশি মানুষের স্বাক্ষরে করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান পত্রিকা।
‘ওম্যান’ শব্দের সংজ্ঞায় ইংরেজি প্রতিশব্দে বেশ কিছু যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ছিল। এ বিষয়ে গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী অনলাইন পিটিশন চালু করেন। পিটিশনে অক্সফোর্ড ডিকশনারির ‘ওম্যান’ সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়।
ব্যাপক পর্যালোচনার পর এই পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক মুখপাত্র জানিয়েছেন।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে, ‘ওম্যান’ বা একজন নারী একজনের স্ত্রী, বান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
নিউজ ডেস্ক