ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আজিম প্রেমজি প্রতিদিন দান করেন ২২ কোটি রুপি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
আজিম প্রেমজি প্রতিদিন দান করেন ২২ কোটি রুপি!

প্রতিদিন ২২ কোটি রুপি হিসেবে পুরো বছরে ৭ হাজার ৯০৪ কোটি রুপি দান করেন ভারতের উইপ্রো সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আজিম প্রেমজি।

২০২০ সালের সমাজসেবী ভারতীয়দের তালিকার শীর্ষে এখন তারই নাম।

বাংলাদেশি অর্থে তার দানের পরিমাণ প্রতিদিন প্রায় ২৫ কোটি টাকা।

সম্প্রতি ভারতের 'এডেলগিভ হিউরান ইন্ডিয়া' সংস্থা প্রকাশ করেছে ভারতীয় সমাজসেবীদের তালিকা। সেখান থেকে জানা যায়, করোনা মোকাবিলার জন্য গত এপ্রিল মাসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক হাজার ১২৫ কোটি টাকা দানের।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোজলিস সংস্থার শিব নাদার। সমাজসেবার কাজে তিনি ৭৯৫ কোটি রুপি দান করেছেন। আর এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি রয়েছেন তিন নম্বরে। তিনি দান করেছেন ৪৫৮ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।