ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো কোভিডের দ্বিতীয় ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো কোভিডের দ্বিতীয় ভ্যাকসিন ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন।  

শনিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম (বিবিসি) এ প্রতিবেদন জানিয়েছে।



এর আগে দেশটিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পায়। এর এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পেলো।  

মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর পরিপ্রক্ষিতে শুক্রবার (১৮ ডিসেম্বর) এফডিএ টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।

করোনার প্রকোপে বিশ্বজুড়ে যেকোনো দেশের চেয়ে আক্রান্ত রোগী ও মৃত ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে।  

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে কোভিডে মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ।

বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেন।  

বিশেষজ্ঞদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ না।

গত সপ্তাহে ওই বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে ফাইজার-বায়োএনটেকের টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করা হয়। এরপরে দিনই তা যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।