ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ফ্রান্সে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা 

সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ফ্রান্সের তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত একজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছেন।

স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি জানিয়েছে। জানা গেছে, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তোপের মুখে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্যরা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। ওই সময় অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ তিন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্দুকধারীকে আটকের ব্যাপারে অভিযান চলছে।

সূত্র: রয়টার্স, সিজিটিএন

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।