পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, ইমরান খান প্রশাসন টিকে আছে মাত্র সাত ভোটের ওপর। তিনি বলেছেন, ইমরান খান এবং উসমান বুজদারের আসনের ক্ষমতা এখন জাহাঙ্গীর তারিনের হাতে ঝুলে আছে।
গত শনিবার করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন শহিদ খাকান আব্বাসি। খবর আলআরাবিয়া পোস্ট।
তিনি আরো দাবি করেছেন, ইমরান খানের প্রশাসন প্রথম থেকেই দুর্বল অবস্থানে ছিল।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা আরো বলেন, অবাক করার মতো বিষয় হলো- পিটিআইয়ের একজন সিনিয়র সদস্য (জাহাঙ্গীর তারিন) বলছেন, তাকে কোণায় ঠেলে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন সংসদ সদস্য তারিনের আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শহিদ খাকান আব্বাসি বলেন, ৪০ জনের বেশি সরকারি কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। নিজেদের প্রশাসন সম্পর্কে তারা নিজেরাই আস্থা পাচ্ছে না। সূত্র: আলআরাবিয়া পোস্ট
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
নিউজ ডেস্ক