ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
পাকিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা 

পাকিস্তানের কারাক জেলায় শনিবার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এক স্থানীয় সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় প্রচার মাধ্যম ভুক্তভোগীকে ওয়াসিম আলম নামে শনাক্ত করেছে।

তিনি স্থানীয় সংবাদপত্র সাদা-ই-লওয়াঘিরের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছিলেন।

নিহতের মায়ের পক্ষ থেকে দায়ের করা এফআইআর অনুযায়ী, আলম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন যখন তাকে বাটানি খেল সরকারি বিদ্যালয়ের কাছে গুলি করা হয়।  

ডন নিউজ জানায়, পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

কারাক থানার একজন কর্মকর্তা ডনকে জানিয়েছেন, তদন্ত চলছে। তিনি আরও বলেন, সন্দেহভাজনদের তালিকায় নিহত সাংবাদিকের পিতাও আছেন।  

তিনি বলেন, তার বাবা হাসপাতালে উপস্থিত ছিলেন না বা তিনি দাফনে অংশ নেননি। কর্মকর্তা বলেন, তার বাবা নিজের পরিবারের সঙ্গে বাস করেন না।  

পাকিস্তানভিত্তিক সংবাদপত্রটি জানিয়েছে, সাংবাদিকের মা অবশ্য এফআইআরে সন্দেহভাজন হিসেবে কারও নাম উল্লেখ করেননি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।