ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

করাচির ফুটবল মাঠে বিস্ফোরণে আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
করাচির ফুটবল মাঠে বিস্ফোরণে আহত ৭

করাচির হাব এলাকার একটি খেলার মাঠে মঙ্গলবার ফুটবল ম্যাচ চলার সময় বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সময় বিস্ফোরণ ঘটে।

 

আহতদের সরকারি জাম গোলাম কাদির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ডেকে এলাকাটি ঘিরে ফেলা হয়।  

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, যেখানে দর্শকরা বসেছিলেন, সেখানে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।  

এর আগে মঙ্গলবার বালুচিস্তানে একটি ফুটবল ম্যাচ চলার সময় বিস্ফোরণে ১৪ জন আহত হন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ফুটবল মাঠের দেয়ালের পাশে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে যা একটি ম্যাচ চলাকালীন বিস্ফোরিত হয়।

পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী সংগঠন এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।