সন্ত্রাসবিরোধী আইনে ধর্মভিত্তিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। টিএলপি প্রধান সাদ রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে তিন দিন ধরে পাকিস্তানের বিভিন্ন শহরে তাণ্ডব চালায় ধর্মীয় দলটির নেতাকর্মীরা।
পাঞ্জাব সরকারের পক্ষ থেকে ফেডারেল মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বুধবার জানান, সরকার টিএলপিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। দলের সমর্থক ও কর্মীরা তিন দিন ধরে দেশজুড়ে সহিংস বিক্ষোভ করেছে। টিএলপির বিক্ষোভে দুই পুলিশ নিহত এবং আরও ৩৪০ জন গুরুতর আহত হয়েছেন। তার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
নিউজ ডেস্ক