ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ৫০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ৫০ হাজার ছাড়াল

মহামারি করোনা ভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এই পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার জন।

বুধবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক সময় (জিএমটি) ৪টা ১মিনিটে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

বিশ্বে ২২১টি দেশ ও অঞ্চলে এই পর্যন্ত করোনায় সংক্রমণ হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৩২৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৭৮১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত সংখ্যা ৮ লাখ ২৫ হাজারের বেশি। এ সময় মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ।
 
করোনায় সর্বাধিক সংক্রমণে বিশ্বের শীর্ষ ৫টি দেশ হচ্ছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া। এই ৫দেশেই আক্রান্ত সাত কোটি প্রায়।

অপরদিকে সর্বাধিক মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষ ৫ দেশের তালিকায় যথাক্রম রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, ভারত ও ব্রিটেন। এই ৫ দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮০ হাজারের কাছাকাছি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।