ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: টানা চতুর্থদিন ভারতে ৩ লাখের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
করোনা ভাইরাস: টানা চতুর্থদিন ভারতে ৩ লাখের বেশি আক্রান্ত ...

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ দিন দেশটিতে ৩ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলো।

 গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২৫ এপ্রিল) এসব তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, ২২ এপ্রিল প্রথম ভারতে ৩ লাখের বেশি আক্রান্ত হয়। সেদিন আক্রান্ত হয়েছিল ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এরপর ২৩ এপ্রিল আবারও ৩ লাখের বেশি আক্রান্ত হয়। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৫০৩ জন। এরপর ২৪ এপ্রিল ৩ লাখ ৪৫ হাজার ১৪৭ জন এবং ২৫ এপ্রিল আক্রান্ত হলো ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। এ নিয়ে টানা চতুর্থদিন ৩ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলো।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।

ভারতের করোনার প্রকোপ বেড়ে যাওয়ার মধ্যে দেশটিতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। প্রতিদিন তিন লাখের বেশি আক্রান্ত, দুই হাজারে বেশি মানুষ মারা যাচ্ছে এই মহামারিতে। দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেও শ্মশানে ফুরোচ্ছে না লাশের সারি। উপায়ন্তর না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।