ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে রেকর্ড ২৮১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
ভারতে করোনায় একদিনে রেকর্ড ২৮১২ জনের মৃত্যু ভারতে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হার বেড়েছে, দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট/ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮১২ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

 এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনে। এর আগে ২৫ এপ্রিল করোনায় দেশটিতে ২৭৬৭ জনের মৃত্যু হয়।

সোমবার (২৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, এদিন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন।  এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন।

ভারতে করোনা আক্রান্তের হার এবং মৃত্যু প্রতিদিনই আগের দিনের চেয়ে বাড়ছে। এরমধ্যে দেশটিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ফলে করোনা প্রতিরোধে নানামুখী চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে ভারতকে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ