আকাশে উড়ন্ত অবস্থায় রোগীবাহী একটি এয়ার অ্যাম্বুলেন্সের একটি চাকা নিচে খুলে পড়ায় জরুরি অবতরণ করেছে। তবে এত কোনো হতাহত হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, প্লেনটি পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে নাগপুর যাচ্ছিল। আকাশে উড্ডয়নের পর প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে নাগপুরের না গিয়ে মুম্বাইয়ে বেলি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাইলট।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করে পরে প্লেনটি নিরাপদেই বেলি ল্যান্ডিং বা চাকা ছাড়া প্লেনের বুকে ভর দিয়ে অবতরণ করতে সক্ষম হয়।
এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকা রোগীকে পরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্লেনটিতে অবতরণের সময় একজন চিকিৎসক, একজন রোগী ও দুজন ক্রু ছিলেন।
অবতরণের সময় যেন আগুন ধরে না যায় এজন্য রানওয়েতে ফোম ছড়িয়ে দেওয়া হয়। অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীরা প্লেনটিতে চারদিক থেকে পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান রোগীসহ আরোহণকারীরা।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০৭, ২০২১
এএ