ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ পুলিশের বিরুদ্ধে মামলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ৮, ২০২১
পাকিস্তানে টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ পুলিশের বিরুদ্ধে মামলা 

এক নাগরিকের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ইসলামাবাদের তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাওয়ালপিন্ডির বাসিন্দা আসাদ আমিন নামে ওই ব্যক্তি গত ৩০ এপ্রিল এসানাগ্রিতে তার বোনের সাথে দেখা করতে আসেন।

একটি এফআইআর-এর উদ্ধৃতি দিয়ে ডন জানায়, দুটি মোটরসাইকেল আরোহী তিন পুলিশ কর্মকর্তা রাতে বাড়ি ফেরার সময় তাকে বাধা দেয়।

এফআইআরে বলা হয়েছে, কর্মকর্তারা আমিনকে বলেছিলেন যে তার নিঃশ্বাসে অ্যালকোহলের গন্ধ ছিল।

পুলিশ কর্মকর্তারা তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। পরে তার শরীর তল্লাশি করে। তল্লাশির সময় কর্মকর্তারা তার ব্যাগ থেকে ১১,৫০০ টাকা ছিনিয়ে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায়।

২ মে আমিন আবার তার বোনের বাড়িতে এসে তিন কর্মকর্তাকে একই স্থানে দেখতে পান। তিনি তার বন্ধুদের সহায়তায় কর্মকর্তাদের ধরে শিল্পাঞ্চল থানায় নিয়ে যান।  

আমিন পরে ডনকে বলেন, ওই তিন কর্মকর্তা পরে ক্ষমা চাইতে তার বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, তারা আমাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন।

এক পুলিশ কর্মকর্তা ডনকে বলেন, মামলা দায়েরের পর তিন কর্মকর্তাকে তাদের ঊর্ধ্বতন ব্যক্তিরা অভিযোগকারীর কাছ থেকে ক্ষমা করার হলফনামা নিতে বলেছিলেন।  

কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি যদিও তারা অপরাধ স্বীকার করেছেন।  

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগকারীর সাথে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছেন। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।