ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় ভারতে ফের ৪ হাজার পেরোলো মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, মে ১৬, ২০২১
গত ২৪ ঘণ্টায় ভারতে ফের ৪ হাজার পেরোলো মৃত্যু সংগৃহীত ছবি

ভারতে গত কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (১৫ মে) দৈনিক আক্রান্ত নেমেছিল তিন লাখ ২৬ হাজারে।

রোববার (১৬ মে) তা আরও কিছুটা কমলো। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার ১৭০ জন। দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু।  

শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নিচে। তবে গত ২৪ ঘণ্টায় তা ফের চার হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৭০ হাজার ২৮৪ জনের। দেশে করোনা সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ