ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।
রোববার (১৬ মে) চালানো সর্বশেষ হামলায় ২৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ইসরায়েলের নারকীয় তাণ্ডবে এ পর্যন্ত ফিলিস্তিনের ১৭০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪১ জন শিশু। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানায়।
খবরে বলা হয়, ইসরায়েল এদিন হামাস নেতা ইয়াহিয়া আল সিনওয়ারের বাসভবনে হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলের বিমান হামলার বিপরীতে গাজা থেকে রকেট হামলা অব্যাহত রয়েছে। এসব রকেটের অধিকাংশ ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু কিছু সরাসরি দেশটির বিভিন্ন শহরের ভবন, যানবাহনে আঘাত হানছে। এতে ইসরায়েলজুড়ে বিরাজ করছে আতঙ্ক।
ইতোমধ্যে ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে হামাসের রকেট হামলায়। এদের মধ্যে দুজন শিশু রয়েছে।
জেরুজালেমের আল-আকসায় জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের শুরু। এরপর থেকে তা দ্রুত ছড়িয়ে পড়ে। গত সোমবারের (১০ মে) পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৩শ এর বেশি রকেট ছোড়া হয় গাজা থেকে। আর ইসরায়েল চালিয়ে যাচ্ছে বিমান হামলা।
এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এমনকি দেশটির অভ্যন্তরেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৬, ২০২১
এইচএডি