ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: ৩৩ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ১৮, ২০২১
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: ৩৩ বাংলাদেশি উদ্ধার

ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।

মঙ্গলবার (১৮ মে) তাদের উদ্ধার করা হয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশ ও সুদানের হবে।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশি। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ১৮, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।