ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়লো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ১৯, ২০২১
ফের  সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়লো ভারত

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারতে ফের সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড গড়লো ভারত। ভারতে বেশ কিছুদিন ধরে কমছে করোনার দৈনিক সংক্রমণ।

যা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। তবে, সংক্রমণ কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫শ ৩০ জনের, যা এখনও পর্যন্ত রেকর্ড। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২শ ৮১ জনের।

গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২শ ৪৬ জন। করোনা আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৩শ ৪৬ জন। ১০-১৬ মে থেকে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে আগের ৩ সপ্তাহের তুলনায়। এই প্রথমবার দ্বিতীয় ওয়েভের সংক্রমণের পর দেশটির বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গেছে।

এদিকে স্বস্তির খবর হলো, ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৮শ ৫৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২১ হাজার ৮২২ জন। দেশে সুস্থতার হার ৮৫ দশমিক ৬ শতাংশ।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।