প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাকৃতিক শিলার স্থাপনা ডারউইন আর্চের ওপরের অংশ ধসে পড়েছে। প্রাকৃতিক কারণেই আর্চের একাংশ ধসে পড়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ মে) এ তথ্য জানায় দ্যা গার্ডিয়ান।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায়, ১৪১ ফুট উঁচু তোরণটির উপরের অংশ ভেঙে পড়েছে। নিচে পাথরের স্তূপ পড়ে রয়েছে। তবে দুই পাশের স্তম্ভ দু’টি আগের মতোই দাঁড়িয়ে রয়েছে।
সমুদ্রের জলরাশির মধ্যে তোরণসদৃশ প্রাকৃতিক এই প্রস্তুরখণ্ডের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা সেখানে ভিড় জমাতেন। ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে এর নামকরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ২১, ২০২১
এএ