ভারতের পাঞ্জাবে একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন পাইলট। বৃহস্পতিবার (২০ মে) মোগা জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।
শুক্রবার (২১ মে) তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
জানা যায়, শুক্রবার ভোর ৫টা নাগাদ পঞ্জাবের মোগার বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। এতে প্রাণ হারান পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী।
এ ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে। নিহত পাইলটের পরিবারের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছে। পাশাপাশি তদন্ত শুরু করেছে মিগ-২১ যুদ্ধবিমানের এই ভেঙে পড়া নিয়ে।
ভারতে চলতি বছর মিগ-২১ এর এটি তৃতীয় দুর্ঘটনা।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ২১, ২০২১
এএ