মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। তবে এরই মধ্যে বেশ কিছু দেশ নিজেদের সামলে নিয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) প্যারিসের এ বিখ্যাত স্থাপনার অপারেটর একথা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, অপারেটর সেতা জানান, প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন পরিদর্শকের সংখ্যা ১০ হাজার জনে সীমাবদ্ধ রাখা হবে। এ সংখ্যা করোনা পূর্ববর্তী পরিদর্শক সংখ্যার অর্ধেকেরও কম।
খবরে বলা হয়, কেবলমাত্র নির্মাণ কাজ চলছে, এমন কিছু স্থান ব্যতীত এ স্মৃতিস্তম্ভের সব ফ্লোরে পরিদর্শকদের প্রবেশে সুযোগ থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের অলিম্পিক গেম উপলক্ষে আইফেল টাওয়ারকে সবচেয়ে দৃষ্টি নন্দন করতে এ ঐতিহাসিক স্থাপনার ১৩০ বছরের ইতিহাসে টাওয়ারটির ব্যাপক সংস্কার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ২২, ২০২১
এমআরএ