ঢাকা: ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন না করায় জেরুসালেমের ফিলিস্তিনি মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে আল-আকসা মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে। খবর জেরুসালেম পোস্ট।
জানা যায়, টানা ১১ দিন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। এরপর যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাড়তে থাকে উত্তেজনা। এ বিষয়ে প্রথমে আল-আকসার মুসুল্লিরাই মুখ খোলেন। পরে ফিলিস্তিন কর্তৃপক্ষ মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে বহিষ্কার ঘোষণা করেন। শুক্রবার (২১ মে) তাকে তার নির্ধারিত খুতবাও দিতে দেওয়া হয়নি। এটি একটি নজিরবিহীন উদ্যোগ।
শুক্রবার দেখা যায়, মুফতির দেহরক্ষীরা যখন তাকে মসজিদ থেকে সরিয়ে নিচ্ছিলেন, তখন ক্ষুব্ধ মুসল্লিরা চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা মোহাম্মদ দেইফের লোক। ’
উল্লেখ্য, দেইফ হলেন হামাসের সামরিক শাখা ইজাজউদ্দিন আল-কাসাম ব্রিগেডের সুপ্রিম কমান্ডার।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২২, ২০২১
এনটি