ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফাইজার-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ২৩, ২০২১
ফাইজার-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর

ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্ট করোনার বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ডের সাম্প্রতিক গবেষণা। দুটি ভ্যাকসিনই রক্ষার পাশাপাশি ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দেয়।

দুটি টিকার প্রথম ডোজ দেওয়ার পর তা ভারতীয় ভ্যারিয়েন্টের বিপরীতে ৩৩ শতাংশ কার্যকর ছিল। ব্রিটেনে পাওয়া কেন্ট ভ্যারিয়েন্টের বিপরীতে এর কার্যকারিতা ছিল ৫০ শতাংশ। দুটি ডোজ নেওয়ার পর এর কার্যকারিতা যথাক্রমে ৬০ ও ৬৬ শতাংশ।

পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, ভ্যাকসিনগুলো মৃতের সংখ্যা কমাতে পারে সেই সঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যাও কমাতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক বলেন, আমি ভীষণ আত্মবিশ্বাসী যে, আমরা সঠিক পথেই রয়েছি। কারণ তথ্য-প্রমাণে দেখা গেছে, দুই ডোজ ভ্যাকসিন একইরকম কার্যকরভাবে কাজ করে। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আগামী ২১ জুন থেকে যুক্তরাজ্যে সব বিধি-নিষেধ শিথিল করা হবে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ২৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।