আফগান বাহিনী সোমবার রাতে পশ্চিম হেরাত প্রদেশের তালেবান কারাগার থেকে নিরাপত্তা বাহিনীর ১৯ জন সদস্যসহ ৪১ জনকে উদ্ধার করেছে। স্পেশাল অপারেশন বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রদেশের পশতুন জারঘোন জেলার মারওয়া গ্রামে এই অভিযান শুরু করা হয়। অভিযানের সময় কারারক্ষক সাত তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে।
এতে বলা হয়েছে, অভিযানচলাকালীন অস্ত্র জব্দ করা হয়েছে এবং তালেবানদের ছয়টি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে উত্তর বাঘলানের একটি অভিযানে তালেবান কারাগার থেকে নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে মুক্ত করা হয়েছে। বাঘলান-ই-জাদিদের অমরখিল গ্রামে এই অভিযান শুরু করা হয় এবং বন্দী করে রাখা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুক্তি দেওয়া হয়। সূত্র: এএনআই
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ২৮, ২০২১
নিউজ ডেস্ক