ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

হুয়াওয়েসহ চীনের ৫৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জুন ৪, ২০২১
হুয়াওয়েসহ চীনের ৫৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েসহ ৫৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।  

সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকরা আর কোনো বিনিয়োগ করতে পারবেন না।

 

২ আগস্ট থেকে নতুন এই নির্বাহী আদেশ কার্যকর হবে।  

এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩১টি চীনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাইডেন সেই নিষেধাজ্ঞা সম্প্রসারণ করলেন।  

নিষেধাজ্ঞা বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চীনের কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে তারা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবে।

হোয়াইট হাউস জানিয়েছে, বিশ্ববাজার যেন ক্ষতিগ্রস্ত না হয়, শুধু প্রতিষ্ঠানগুলোই যেন ক্ষতিগ্রস্ত হয়, সেদিকটা বিবেচনায় নিয়ে পরিকল্পনামাফিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় আরও প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে।  

২০১৯ সালে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর প্রতিষ্ঠানটির মোবাইল ফোন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  

জিনজিয়াংয়ে উইগুরদের ওপর নজরদারির বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যেই এমন সিদ্ধান্ত নিলেন বাইডেন।  

উইগুর, তিব্বত, হংকংসহ বিভিন্ন ইসুতে চীন মানবাধিকার লঙ্ঘন করছে, আন্তর্জাতিক ক্ষেত্রে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, এমন গুরুতর অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। আর এসব নিয়েই চীন-মার্কিন সম্পর্ক এখন সাপে-নেইলে অবস্থা।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ