ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

করোনা কেড়ে নিল আরও ১১ হাজারের বেশি প্রাণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, জুন ১১, ২০২১
করোনা কেড়ে নিল আরও ১১ হাজারের বেশি প্রাণ

ঢাকা: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ নিয়ে মোট ৩৭ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি।

গত তিনদিন ধরে ব্রাজিলে দৈনিক মৃত্যু দু’হাজারের ওপর। একদিনে শনাক্ত হয়েছে ৯০ হাজারের মতো সংক্রমণ।

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় চার শতাধিক মৃত্যু লিপিবদ্ধ করল যুক্তরাষ্ট্র। সাড়ে ১৩ হাজার মানুষের দেহে নতুনভাবে শনাক্ত হলো ভাইরাসটি।

বৃহস্পতিবার আর্জেন্টিনায় মৃত্যুবরণ করে ৬৭০ জন আর কলম্বিয়ায় ৫৭৩ জন। দুই লাতিন দেশেই এদিন নতুনভাবে ৩০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে চার লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, জুন ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ