ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবার ক্যামেরার সামনে মোল্লা ওমরের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
প্রথমবার ক্যামেরার সামনে মোল্লা ওমরের ছেলে

প্রথমবারের মতো ক্যামেরার সামনে কথা বলেছেন সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মাদ ইয়াকুব। তিনি আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী।

 

আফগানিস্তানের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে উপস্থিত হলে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলেন। রাজধানী কাবুলে জেনারেল মোহাম্মাদ দাউদ খান সামরিক হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোল্লা ইয়াকুব আফগানিস্তানের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য তার দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।  

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানে যুদ্ধ, সহিংসতা ও রক্তপাতের দিনগুলো শেষ হয়ে গেছে। এখন দেশ গঠনের সময়। তিনি আফগান নাগরিকদেরকে এমনভাবে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।  

৩৫ বছর বয়সী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব এর আগে কখনো গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলেননি। তিনি বিভিন্ন স্থান থেকে তালেবান যোদ্ধাদের প্রতি অডিও বার্তা পাঠাতেন।  

তার পিতা মোল্লা ওমর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনামলে কখনও ক্যামেরার সামনে হাজির হননি। সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।