রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ৪০ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা।
ওলেক্সি আরেস্টোভিচ নামে ওই উপদেষ্টার বরাত দিয়ে এমন খবর জানিয়েছেন কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
৪০ জনের প্রাণহানি ছাড়াও রাশিয়ার আক্রমণে কয়েক ডজন ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছেন বলেও জানান জেলেনস্কির উপদেষ্টা। হতাহতদের মধ্যে বেসামরিক লোক আছে কিনা তা তিনি উল্লেখ করেননি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলায় ৪০ জনের মৃত্যুর তথ্যটি আল জাজিরা যাচাই করতে পারেনি।
অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একটি শহরে হামলা করার পর তা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন রাশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এএফপির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে নিহত রাশিয়ানদের এই সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত সাতজন ইউক্রেনীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সাত নাগরিকের প্রাণহানি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমজেএফ