ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে লড়তে হবে একাই, সেনা পাঠাবে না ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
ইউক্রেনকে লড়তে হবে একাই, সেনা পাঠাবে না ন্যাটো

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ছয়টার কিছু আগে টেলিভিশনের পর্দায় হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় তিনি বলেন, ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। ’ এরপরই কয়েকটি দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলা: তেলের দাম ১০০ ডলার ছাড়াল

ইউক্রেন বলছে, রুশ সেনাদের যানবাহন উত্তরে বেলারুশ ও দক্ষিণে ক্রিমিয়া ছাড়াও বেশ কয়েকটি অংশ হয়ে দেশটিতে প্রবেশ করেছে। এছাড়া পূর্বাঞ্চলের খারকিভ এবং লুহানস্ক অঞ্চল দিয়ে রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশ করেছে। তবে চলমান এই আগ্রাসনের মধ্যে হতাশাজনক বার্তা দিলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।

আরও পড়ুন: এবার সাইবার হামলার শিকার ইউক্রেন

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেন, ইউক্রেনে কোনো সেনা পাঠানো হবে না। এছাড়া দেশটিতে ন্যাটো সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা ও উদ্দেশ্য তাদের নেই। এদিন ব্রাসেলসে জোটের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোর পাঁচটায় কাকে ফোন দিয়েছিলেন পুতিন?

জেন্স  স্টোলেনবার্গ বলেন, আমরা যা স্পষ্ট করেছি তা হলো পূর্বাঞ্চলে সেনা বাড়িয়েছি। তবে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোটের একটি অংশীদার। তবে তারা ন্যাটোর পূর্ণ সদস্য নয়।

প্রসঙ্গত, ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়াসহ আরও বেশ কিছু ইস্যু নিয়ে আপত্তি ছিল রাশিয়ার।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।