যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ মে) ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে লেগুনা উডস শহরের জেনেভা প্রেসবিটেরিয়ান চার্চ লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে চার্চের ভেতরে কোথায় গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
শেরিফের মুখপাত্র ক্যারি ব্রাউন বলেন, সহিংসতার সময় ঘটনাস্থলে প্রায় ৩০ ব্যক্তি উপস্থিত ছিলেন। চার্চে উপস্থিত বেশিরভাগই ছিলেন তাইওয়ানি বংশোদ্ভূত।
এটি হেইট ক্রাইম কিনা বা হামলাকারী চার্চ কমিউনিটির পরিচিত কিনা, তা তদন্ত করে দেয়া হচ্ছে বলে শেরিফের মুখপাত্র জানান।
ওই এলাকায় বেশ কয়েকটি উপাসনাগৃহ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ক্যাথলিক, লথেরান, মেথোডিস্ট চার্চ এবং একটি ইহুদি সিনাগগ।
খবর: আল-জাজিরার।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মে ১৬, ২০২২
এনটি