ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোঁফ রেখে আলোচনায় ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
গোঁফ রেখে আলোচনায় ভারতীয় নারী

পুরুষের মতো গোঁফ রেখে এক ভারতীয় নারী আলোচনার জন্ম দিয়েছেন। প্রশংসা এবং নিন্দা দুটিরই মুখোমুখি হচ্ছেন তিনি।

তবে এ নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি বলেছেন, এটা তার ভালো লাগে তাই তিনি রেখে দিয়েছেন।

৩৫ বছর বয়সী ওই নারীর নাম শায়জা। থাকেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কান্নুর জেলায়। ওই অঞ্চলের আরও বহু নারীর মতোই তারও ঠোঁটের ওপর বেশ কিছু চুল আছে।

তিনি নিজের ভ্রু চেঁছে চিকন করেন নিয়মিত। কিন্তু গোঁফ পরিষ্কার করেন না। বছর পাঁচেক আগে তার গোঁফ বেশ দৃশ্যমান হয়। তখন থেকেই তিনি তা রেখে দিয়েছেন।  

পরিচিত অনেকেই তাকে গোঁফ তুলের ফেলার পরামর্শ দিলেও তিনি তাতে রাজি হননি। তার কথা গোঁফ আছে বলে আমি সুন্দরী নই, তা কখনো মনে হয়নি।

সূত্র: বিবিসি বাংলা

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।