ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পশ্চিমারা লোভী: পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
পশ্চিমারা লোভী: পুতিন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পশ্চিমা দেশগুলোকে লোভী হিসেবে আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তারা চায় রাশিয়া তাদের কলোনি হোক। আর এ জন্যই তারা একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে।

 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন।  

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার পর পুতিন বলেন, জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।  

তিনি আরও বলেন, পশ্চিমারা আমাদের মুক্ত সমাজ দেখতে চায় না। তারা দাসদের ভিড়ের মধ্যে আমাদের দেখতে চায়।  

রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমারা রাশিয়া চায় না। কিন্তু আমাদের রাশিয়ার প্রয়োজন।  

 সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২০৩৮ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।