ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

দুবাইয়ে শ্রেষ্ঠ ইমাম হলেন বাংলাদেশি আবদুস সালাম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
দুবাইয়ে শ্রেষ্ঠ ইমাম হলেন বাংলাদেশি আবদুস সালাম

দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের একটি। এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্থিত।

সংযুক্ত আরব আমিরাতে প্রায় দশ লাখ বাংলাদেশি রয়েছে। তন্মধ্যে দুবাইয়ে সবচেয়ে বেশি।

সেই প্রবাসীদের মুখ উজ্জ্বল করল বাংলাদেশি ইমাম মাওলানা আবদুস সালাম। দুবাইয়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়ে বয়ে আনল দেশের জন্য অপূর্ব সম্মান।  

দুবাই ধর্ম মন্ত্রণালয় তাকে ২০১৫ সালের শ্রেষ্ঠ ইমাম ও খতিব নির্বাচিত করেছে। তার পুরো নাম মাওলানা আবদুস সালাম সাইয়্যেদ করিম।

৮ অক্টোবর তিনি দুবাই ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক হামদ আল সাইবানির কাছে থেকে সম্মাননা সনদ ও পুরস্কার গ্রহণ করেছেন।

মাওলানা আবদুস সালামের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। তিনি চট্টগ্রামের প্রসিদ্ধ কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস পাশ করে মাওলানা সনদ গ্রহণের পাশাপাশি স্থানীয় আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস করে উচ্চশিক্ষার জন্য মিশর চলে যান। তিনি মিশরের আল আমর ইউনিভারসিটি থেকে অনার্স শেষ করে সংযুক্ত আরব আমিরাত চলে আসেন। এখানে তিনি শারজাহ ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন।

পড়ালেখার পাশাপাশি তিনি দুবাই ইন্টারন্যাশনাল সিটি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।

শ্রেষ্ঠ ইমাম হিসেবে স্বীকৃতি পাওয়ায় আবদুস সালামকে দুবাই কন্সুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তার অর্জনে টেকনাফ-উখিয়াবাসী ভীষণ খুশি।



বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমএ/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।