ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ইসলাম

হজযাত্রী ছাড়া অন্যদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
হজযাত্রী ছাড়া অন্যদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ পালনের জন্য আগতদের সুবিধার জন্য পবিত্র মক্কায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। এমন নিষেধাজ্ঞা হজ প্রতি মৌসুমেই জারি করা হয়।

খবর আরব নিউজের।

তবে পবিত্র নগরী মক্কার বাসিন্দা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত শিখিল থাকবে।

হাদা থেকে মক্কা পর্যন্ত চেক পোস্টের নিরাপত্তা এক কর্মকর্তা বলেন, ওমরা ও হাজীদের উপস্থিতি বাড়াতে সৌদির রাজপরিবার বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করছে। পবিত্র নগরী মক্কায় ভিড় কমাতেই সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আল মোহাম্মদীয়া, আল হাদা, আক্তার ও আল আশহারসহ বিভিন্ন চেক পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। যাদের মক্কার আকামা (ওয়ার্ক পারমিট বা (কাজের অনুমতিপত্র)) আছে ও যারা হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করছে ও খাদ্য প্রদান করে তারা মক্কায় প্রবেশ করতে পারবেন। যারা তায়েফ বা রিয়াদে যেতে চায় তাদের জেদ্দা-তায়েফের মহাসড়ক ব্যবহার করতে হবে।

সৌদি পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ক্যাপ্টেন আহমেদ মোহাম্মদ আল শমরনি বলেন, যারা হজ করবেন তারা অবশ্যই মক্কায় যাবে। মক্কার রাস্তা ব্যবহার করে তায়েফ গেলে ফিরে আসতে হবে।

আসাদুল্লাহ নামের এক মোটর আরোহী বলেন, মক্কার রাস্তা ব্যবহার করে তায়েফ যেতে ব্যর্থ হয়ে ফিরে এসেছি। মক্কা-তায়েফ সড়কে আমাকে যেতে দেওয়া হয়নি। আমাকে জেদ্দা-তায়েফ সড়ক ব্যবহারের করতে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আসাদুল্লাহ।

হজের অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশের চেষ্টা করেছে তাদের তথ্য, অাঙুলের ছাপ ও আকামার কপি রেখে দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নাগরিক ও প্রবাসী আইন অনুযায়ী, স্থানীয় ও প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আদেশ অমান্য করলে।

স্থানীয়দের মধ্যে যারা অবৈধভাবে হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করবে তাদের গ্রেফতার করা হবে ও তাদের যানবাহন জব্দ করা হবে। আর প্রবাসীদের মধ্যে যারা হজের অনুমোদন না নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করবে তাদের দেশে ফেরত পাঠানোসহ ১০ বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এমএইউ/

আরও পড়ুন>>
** হে আল্লাহ! পবিত্র হজের জন্য আমাদের কবুল করো
** এবার হজ পালনে যাচ্ছেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৫৬ হাজার ভারতীয়
** মদিনা শরিফে আল্লাহর নাম সংবলিত প্রদর্শনীতে হাজীদের ভিড়
**
প্রাচীন ও বৃহৎ কোরআনের প্রদর্শনী চলছে মসজিদে নববীর আঙিনায়
** প্রতিদিন ১২০টি রহমত বর্ষিত হয় পবিত্র কাবাঘরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।