ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

৪ মাসে পুরো কোরআন মুখস্থ করলো কানাইঘাটের নাসিম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
৪ মাসে পুরো কোরআন মুখস্থ করলো কানাইঘাটের নাসিম ছবি: সংগৃহিত

সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাণিগ্রামের ১২ বছরের কিশোর নাসিম অাহমদ মাত্র চার মাসে পবিত্র কোরঅানের হাফেজ হয়েছেন। এত কম সময়ে হাফেজ হওয়ার ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

কিশোর হাফেজ নাসিম আহমাদ ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের অাবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। মাদরাসাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।  

নাসিম এর অাগে তার নিজ গ্রাম বাণিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেডে উত্তীর্ণ হয়। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে স্থানীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য পায়।  

দরিদ্র পরিবারের সন্তান হাফেজ নাসিমের এমন কৃতিত্বের প্রশংসা করেছেন সবাই। সে তরিকত উল্লাহ ও মিসবা বেগম দম্পতির সন্তান।

৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে নাসিম সবার ছোট। সে সবার দোয়াপ্রার্থী।  বড় হয়ে কোরআন নিয়ে গবেষণা করার স্বপ্ন আছে তার।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।