ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ভারতে ওরসে গেলো বাংলাদেশের বিশেষ ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ভারতে ওরসে গেলো বাংলাদেশের বিশেষ ট্রেন ভারতে ওরসে যাওয়া বাংলাদেশের বিশেষ ট্রেনটি। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: ভারতের মেদেনীপুরের ‘আঞ্জুমান-ই-কাদেরিয়া’র ১১৮তম ওরস শরিফে যোগ দিতে দুই হাজার ২৫৫ জন যাত্রী নিয়ে গেলো বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ ট্রেন। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ২৪ বগির ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশন দিয়ে ভারতে প্রবেশ করে।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন দর্শনা আন্তর্জাতিক স্টেশনের ম্যানেজার মীর লিয়াকত আলি।

 

তিনি জানান, প্রতি বছর ফাল্গুনের ৪ তারিখ বাংলাদেশের আঞ্জুমান-ই-কাদেরিয়ার অনুসারীরা ভারতের জোড়া মসজিদে ওরস শরিফে গিয়ে থাকেন। তাদের বহনের জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ এ ট্রেনটি ব্যবস্থা করে।

মীর লিয়াকত আলি আরও জানান, সকালে রাজবাড়ী স্টেশন থেকে বিশেষ ট্রেনটি যাত্রা শুরু করে। ১০টার পর ট্রেনটি দর্শনা স্টেশনে পৌঁছায়। সেখানে ট্রেনের যাত্রীদের কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করা হয়। ওরস শেষে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ট্রেনটি বাংলাদেশে ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।