ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

আখেরি চাহার শোম্বা উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
আখেরি চাহার শোম্বা উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা

ঢাকা: পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বাদ যোহর এ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম মুফতি মাওলানা রফিক আহমেদ।

এ সময় আলোচনায় তিনি জানান, পবিত্র আখেরি চাহার শোম্বা বা মহানবী (সা.)- এর রোগমুক্তি দিবস প্রতিবছর হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে উদযাপিত হয়।  

ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ (সা.)- এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য।  

নবী করিম (সা.) ইন্তেকালের আগে এই দিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়। ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার।

আলোচনা সভা শেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ (উপ-সচিব)।

এসময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক আলমগীর হায়দারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।